• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

এবার ধরা খাচ্ছে মহিউদ্দিন-নিষিদ্ধ হিযবুত-বিচার শুরু


প্রকাশিত: ১:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

 

বিশেষ প্রতিনিধি : সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের hisbut-mohiuddin-www-jatirkhantha-com-bdবিচার শুরু হয়েছে।মঙ্গলবার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ছয় আসামির অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন। আগামী ২৪ অক্টোবর এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এ মামলার অপর আসামিরা হলেন, তানভীর আহমেদ, তৌহিদুল আলম ওরফে চঞ্চল, সাইফুর রহমান ওরফে রাজিব, কাজী মোরশেদুল হক এবং মো. আবু ইউসুফ আলী। এদের মধ্যে মোরশেদুল হক দলের যুগ্ম সমন্বয়কারী ও বাকিরা দলের সদস্য। ছয় আসামির মধ‌্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক মহিউদ্দিন আহমেদ, এমএ ইউসুফ খান, সাইদুর রহমান ও কাজী মোরসেদুল হক অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান।

অন‌্যদিকে দুই আসামি তানভীর আহাম্মদ ও তৌহিদুল আলম চঞ্চল অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হয়ে আইনজীবীর মাধ‌্যমে সময়ের আবেদন করেন।বিচারক তাদের আবেদন নাকচ করে দিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

তদন্ত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৮ এপ্রিল উত্তরা থানাধীন তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডের তাকওয়া মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের সদস্যরা সরকার বিরোধী লিফলেট ও পোস্টার বিতরণ করে এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সেখানে পেট্রোল বোমা নিয়ে উপস্থিত হয়। এ ঘটনায় তানভীর আহমেদ, সাইদুর রহমান রাজীব এবং তৌহিদুল আলমকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় তানভীর আহমেদ, সাইদুর রহমান রাজীব এবং তৌহিদুল আলমকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দলের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিনের প্ররোচনায় সেখানে উপস্থিত ছিলো বলে জানায়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহিউদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। ২০১০ সালের ১৯ এপ্রিল উত্তরা মডেল থানায় মামলা করেন উপপরিদর্শক আরমান আলী। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০১৪ সালে।