• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

এবার দিনাজপুরে হামলা-ইতালীর নাগরিক পিয়েরাকে ঢাকায় স্থানান্তর


প্রকাশিত: ১:২০ এএম, ১৯ নভেম্বর ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৬৮ বার

italio-dinajpur-www.jatirkhantha.com.bdpeara-bring dhaka-www.jatirkhantha.com.bdদিনাজপুর. জেলা প্রতিনিধি:   দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত ইতালির নাগরিক পিয়েরা সামিওকে (৫০) ঢাকায় স্থানান্তর করা হয়েছে।বুধবার বিকেলে তাকে হেলিকপ্টারে করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় আনা হয়।দিনাজপুর মেডিকেলের সিনিয়র কনসালট্যান্ট ডা. জিল্লুর রহমান জানান, আহত ইতালির নাগরিক পিয়েরা সামিওকে নিয়ে বুধবার বিকেল সোয়া ৪টা দিকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। তার সঙ্গে রয়েছেন দিনাজপুরের ক্যাথলিক মিশনের বিশপ সেবাস্তিয়ান।

ডা. জিল্লুর আরও জানান, ঢাকায় নেওয়ার পর পিয়েরা সামিওকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার কথা।বুধবার সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনালের সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইতালির নাগরিক পিয়েরা সামিও। পরে আহতাবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিন জাতিরকন্ঠকে জানান, পিয়েরা সামিও দিনাজপুর কসবা মিশনারি হাসপাতালের চিকিৎসক। সকালে তিনি সাইকেলে হাসপাতালে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে পেছন থেকে গুলি করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয় এবং নিজেরাই তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় বুধবার বিকেল ৫টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে পুলিশ সুপার রুহুল আমিন বলছেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে সিজার তাবেলা নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়ার আলুটারিতে কুনিও হোশি নামে জাপানের এক নাগরিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।