• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

এবার তৃতীয় ডিভোর্সী সুন্দরীর গলায় মালা দিল ইমরান খান


প্রকাশিত: ৬:৩৬ পিএম, ১২ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৬৭ বার

স্পোর্টস রিপোর্টার   :  এবার তৃতীয় ডিভোর্সী সুন্দরীর গলায় মালা দিল ইমরান খান । ফুটবল সম্রাট 1পেলের পর এবার বিয়েতে হ্যাটট্রিক করলেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ইমরান খান। পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ এর প্রধান দেশটির পাকপত্তন এলাকার সম্ভ্রান্তশালী মানিকা পরিবারের এক মেয়েকে ঘরে তুলেছেন বলে জানিয়েছে পাকিস্তান টুডে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, ইমরান খানের নতুন বউয়ের নাম মারিয়াম, যে মানিকা পরিবারের পুত্রবধূ বুসরার বোন। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, ইমরান খানের আধ্যাত্মিক পথপ্রদর্শক। এবং দেশটির কাস্টমস কর্মকর্তা খাওয়ার ফরিদ মানিকার স্ত্রী।

পাকিস্তান টুডে জানায়, ইমরান খানের নতুন বউ ডিভোর্সি। তার আগের ঘরের দুই ছেলে-মেয়ে রয়েছে।তবে পাকিস্তান বিশ্বকাপ জয়ী অধিনায়কের তৃতীয় বিয়ের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এর মুখাত্র নাঈমুল হক।

imran-khan-www.jatirkhantha.com.bdএক টুইট বার্তায় তিনি বলেন, গুজব ছড়ানো ইমরান খানের তৃতীয় বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি ইংল্যান্ডে তার সন্তানদের সঙ্গে সময় কাটানো শেষে আগামী রবিবার দেশে ফিরবেন।

এদিকে, ইমরান খানের তৃতীয় বিয়ের খবরে কষ্ট পেয়েছেন পাকিস্তানি মডেল কান্দিল ব্যালোচ। শুধু তাই নয়, আগামী এক বছরের মধ্যে ইমরানের এই তৃতীয় সংসারে ভাঙন ধরবে বলেও মন্তব্য করেছেন তিনি। দেশটির বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া এক স্বাক্ষাৎকারে কান্দিল ব্যালোচ আরও বলেন, আমার চেয়ে ভালো বধূ পাবেন না ইমরান।

এর আগে, সাবেক এই পাক ক্রিকেট তারকা একাধিক বিয়ের ধারণা থেকে সরে আসবেন না বলে জানান। রবিবার ভারতের প্রভাবশালী দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি বলেন, আমার বয়স ৬৩ বছর এবং মাত্র ১০ বছরের জন্য বিবাহিত জীবন-যাপন করেছি।

ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৬৩ বছর বয়সী ইমরান খান গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ের পীঁড়িতে বসেন। কনে তিন সন্তানের মা বিবিসির সাংবাদিক রেহাম ছিলেন ডিভোর্সি। তালাকের পর তিনি ব্রিটেনেই সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। তখন তিনি বিবিসির আঞ্চলিক খবর নিয়ে ‘সাউথ টুডে’ নামক একটি অনুষ্ঠান ও আবহাওয়া সংবাদ পরিবেশন করতেন।