• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

এবার তামিমের বদলে ইমরুল দেখাবে ম্যাজিক


প্রকাশিত: ৯:৩৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৭৯ বার

11111বিশেষ প্রতিবেদক : বাংলাদেশের এশিয়া কাপের স্কোয়াডে তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। তামিম নিজের প্রথম সন্তান জন্ম হওয়ার সময়ে স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন।

এই মাসের শুরুতে ঘোষিত ওয়ার্ল্ড টি টোয়েন্টির স্কোয়াড থেকে মাত্র এই একটিই পরিবর্তন। ইমরুল জিম্বাবুয়ের বিপক্ষে জানুয়ারিতে অনুষ্ঠিত চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেছেন এবং যথাক্রমে ১ ও ১৮ রান করেছেন।

মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে এই দলে মুশফিকুর রহিমের পাশাপাশি রয়েছেন জিম্বাবুয়ে সিরিজে উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালন করা নুরুল হাসান। ওই সিরিজে অভিষিক্ত বিপিএল এর চমক আবু হায়দার রনিও থাকছেন এশিয়া কাপের স্কোয়াডে। কাঁধের ইনজুরি থেকে সেরে ওঠার অপেক্ষায় থাকা মুস্তাফিজুর রহমানও রয়েছেন দলে।

স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আবু হায়দার রনি, নুরুল হাসান।