এবার টার্গেট স্মিথদের ধবলধোলাই
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি : ঢাকার মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর এবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও জিতে সফরকারীদের ধবলধোলাই করতে চায় স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এমন লক্ষের কথাই জানাচ্ছিলেন রোববারের এক সংবাদ সম্মেলনের বিফ্রিংয়ে।প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলিয়া দল যে চাপে আছে, এটা বাংলাদেশের কাছে ‘নৈতিক জয়’ বলে উল্লেখ করেন মুশফিক।
তিনি বলেন, এটা সত্যি, তারা অন্তত জেনে গেছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল। এটা আমাদের নৈতিক বিজয়। তারা হয়তো চাপে আছে। চাপে থাকলেই যে তারা হেরে যাবে, তা নয়। অনেক পেশাদার দল, সঙ্গে এও স্মরণ করিয়ে দেন টাইগার অধিনায়ক।
তিনি বলেন, অস্ট্রেলিয়া চাপে আছে এটা নিয়ে বসে থাকলে হবে না। প্রথম টেস্টে অনেক সময় অনেক চাপ জয় করে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা চাইব এটার ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি। মুশফিক বলেন, চট্টগ্রাম টেস্টের ফল যা-ই হোক, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের আশঙ্কা নেই আমাদের। তবে এই টেস্টে ড্র নয়, জয় চাই আমরা।
অধিনায়ক বলেন, ‘একটা বাড়তি সুবিধা যে আমরা ১-০ ব্যবধানে এগিয়ে আছি। তবে অস্ট্রেলিয়াও শক্তিশালী দল। তারাও জানে চাপের মুখে কীভাবে খেলতে হয়। সর্বশেষ দুইটা সিরিজ যদি বলেন, আমরা পিছিয়ে থেকে সমতায় ফিরেছি। এবার আমাদের মনোযোগ ২-০ ফলের দিকে। ১-০ এগিয়ে থাকাটা সুবিধা। তবে আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে।’
ঢাকার টেস্টে বাংলাদেশ দলের দুই পেসার ১৫ ওভার বোলিং করলেও উইকেট পাননি একটিও। এ বিবেচনায় চট্টগ্রামের টেস্টে কোনো পরিবর্তন আসবে কিনা, এমন প্রশ্নে মুশফিক জানান, ‘আমাদের সবকিছুই কাভার করা আছে। কাল (সোমবার) শেষ পর্যন্ত দেখে আমরা সিদ্ধান্ত নেব।’
সিরিজটা অন্তত ড্র করতে চাই : স্মিথ
চট্টগ্রাম টেস্ট জিতে সিরিজটা অন্তত ড্র করতে চান সফররত অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক স্টিভেন স্মিথ।রোববার চট্টগ্রামে দলীয় অনুশীলন শুরুর আগে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্মিথ এ কথা বলেন। তিনি বলেছেন, প্রথম টেস্টে হেরে যাওয়ার পর এখন আমরা চাপে আছি।
তাই দ্বীতিয় টেস্ট জিতে সিরিজটা ড্র করতে চাই। অজি অধিনায়কের টার্গেট সিরিজ ড্র করা হলেও মুশফিকের টার্গেট হোয়াইট ওয়াশ করা। সিরিজ জয় নিশ্চিত করতে কাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নামবেন মুশফিকরা।চট্টগ্রামে বৃষ্টির আনাগোনা ঢাকার চেয়ে বেশি দেখা যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা ভর করছে অজি অধিনায়কের ঘাড়ে। শেষ পর্যন্ত পুরো পাঁচ দিন খেলা না হয়ে যদি ম্যাচ ড্র হয়ে যায়! তাহলে সিরিজ হেরে দেশে ফিরতে হবে।