• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

এবার চলন্ত বাসে নগ্ন নাচ দেখিয়ে চাঁদাবাজি


প্রকাশিত: ৯:০৮ পিএম, ২২ জুলাই ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৩৫৭ বার

ডেস্ক রিপোর্টার  :  যাত্রীপূর্ণ একটি বাস। ছিল শিশুরাও। বাসটি মেক্সিকো সিটি থেকে যাচ্ছিল পাচুকা। 3পথিমধ্যে হাত দেখিয়ে বাসটি রাস্তায় দাঁড় করালেন কয়েকজন সুন্দরী। পরের স্টপেই নেমে পড়বেন বলে লিফ্ট চান তারা। জায়গা না থাকলেও, কার্যত বাধ্য হয়েই তাদের সেদিন লিফ্ট দিয়েছিলেন চালক। আর তারপরই ঘটে যায় সেই ঘটনা।
1
যাত্রীদের কথায়, বাসটি ওই নারীদের উঠানোর পর চলতে শুরু করে। মুহূর্ত সময় নষ্ট না করেই তারা পরণের জামাকাপড় খুলতে শুরু করে দেন। সকলেই এই ঘটনায় রীতিমতো হতবাক হয়ে যায়। আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন তারা। ততক্ষণে, কার্যত নগ্ন হয়ে গিয়েছেন ওই সুন্দরীরা। শুরু করে দিয়েছেন নাচ। তাদের দাবি, পার্টির জন্য টাকা চাই। আর সেই টাকা চাইতেই এই পন্থা নিয়েছেন তারা। গোটা ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা বর্তমানে ভাইরাল।