• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এবার ক্লোন মানব আসছে বাংলাদেশে!


প্রকাশিত: ৫:০৭ পিএম, ১০ জানুয়ারী ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৬৪ বার

সাইফুল বারী মাসুম : এবার ক্লোন মানব ‘রেপ্লিকাস’ আসছে বাংলাদেশে। মানব ক্লোন নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে অনেক দিন ধরে। সেই ঘরানার কাহিনি নিয়ে নির্মিত হয়েছে কল্প-বিজ্ঞান সিনেমা ‘রেপ্লিকাস’।যার প্রধান চরিত্র অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। সিনেমাটি পর্দায় আসবে ১১ জানুয়ারি। ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে এটি দেখা যাবে।

‘রেপ্লিকাস’ পরিচালনা করছেন জেফ্রে নাচম্যানফ। গল্প লিখেছেন চাদ সেন্ট জন। আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে আছেন কিয়ানু রিভস। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।

মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। ভবিষ্যত প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে। এর মধ্যেই সেই ঘরানার কাহিনি নিয়ে হলিউডে নির্মিত হলো কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রেপ্লিকাস’। ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে দেখা যাবে কিয়ানু রিভসকে। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।

এক গাড়ি দুর্ঘটনা তার পরিবার নিহত হয়। উইল স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল। এ দিকে চেতনা স্থানান্তর বা ক্লোন রেপ্লিকা তৈরি আইন ও বিজ্ঞানের সূত্রের বিরোধী। তাই তাদের সবকিছু করতে হয় গোপনে। এক পর্যায়ে অন্য রকম বিপদে পড়ে যান উইল। যাকে বলা হয় ‘সোফিস চয়েস’। উইলকে পরিবারের চার সদস্য থেকে তিনজনকে ক্লোনের জন্য বেছে নিতে হবে। তিনি কাকে বাদ দেবেন? এভাবে এগিয়ে চলে ছবির কাহিনি।