• শনিবার , ২৫ জানুয়ারী ২০২৫

এবার ক্লিন বোল্ড রুবেল-আদালত থেকে হাজতে


প্রকাশিত: ৭:৩৩ পিএম, ৮ জানুয়ারী ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭১ বার

 

কোর্ট রিপোর্টার.ঢাকা:happy-1

 

 

 

 

 

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ার সাদাত এ আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গত বছরের ১৩ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর মিরপুর মডেল থানায় রুবেলের বিরুদ্ধে একটি মামলা করেন এক তরুণী।
ওই বছরের ১৫ ডিসেম্বর এ মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন রুবেল।