• শুক্রবার , ১০ জানুয়ারী ২০২৫

এবার এ্যারোপ্লেন রেস্তোরাঁ-


প্রকাশিত: ৬:২৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১০ বার

Biman restaurent-www.jatirkhantha.com.bd

বিনোদন রিপোর্টার  :  এবার এ্যারোপ্লেন রেস্টুরেন্ট -ভাসমান  কথা শোনা গিয়েছে আগেই। শোনা গিয়েছে আরও Biman restaurent-www.jatirkhantha.com.bd.-2Biman restaurent-www.jatirkhantha.com.bd.-1অদ্ভুত সব রেস্তোরাঁর কথাও। তবে উড়োজাহাজে চেয়ার-টেবিল পেতে রেস্তোরাঁর আমেজে খাওয়ার কথা খুব একটা শোনা যায়নি।

তেমনই একটি রেস্তোরাঁ খোলা হয়েছে পাঞ্জাবে। আস্ত বিমানের মধ্যেই খোলা হয়েছে একটি রেস্তোরাঁ। যা দেখে আপনি বিলকুল তাজ্জব বনে যেতে পারেন। এটিই ভারতের প্রথম বিমান রেস্তোরাঁ।