• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এবার উত্তরায় নায়িকার মোবাইল ফোন ছিনতাই


প্রকাশিত: ৩:১৮ এএম, ১৯ আগস্ট ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৩৫ বার

13বিনোদন রিপোর্টার  :  উত্তরায় এবার নায়িকার মোবাইল ফোন ছিনতাই হয়েছে। ছোটপর্দার নায়িকা শবনম ফারিয়া এই ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা উত্তরায় এয়ারপোর্টের সামনে থেকে শবনম ফারিয়ার আইফোন সিক্স এস ছিনিয়ে নিয়ে গেছে। বৃহস্পতিবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

শবনম ফারিয়া লিখেছেন, আমার হাত থেকে টান দিয়ে মোবাইল নিয়ে গেল।অন্য এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, নিজের টাকায় কেনা ছিলো ফোনটি। ৬০-৬৫ হাজার টাকা আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়ের জন্য যথেষ্ট বড় অঙ্কও বটে।

একটু মন খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বিশ্বাস করি দেয়ার মালিক যেমন আল্লাহ্, নেয়ার মালিকও উনি। হয়তো ছোট একটা আইফোন নিয়ে সামনে আমাকে বড় কিছু দিবে। ফিআমানিল্লাহ্।