• মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪

এবার ঈদে মহাআনন্দ-অঘোষিত ৯ দিনের ছুটি !


প্রকাশিত: ৫:১২ পিএম, ১৭ জুন ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

সাইফুল বারী মাসুম   :  এবার ঈদে মহাআনন্দ -৯ দিনের ছুটি  ! পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা 2নয় দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ। ঈদে সরকারি ছুটির সঙ্গে আগে ও পরের দুই দিন করে সাপ্তাহিক ছুটি এবং অঘোষিত ছুটি সব মিলিয়ে মোট নয় দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

এবার ৬ জুলাই (বুধবার) সম্ভাব্য ঈদুল ফিতর ধরে ৫ থেকে ৭ জুলাই তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ঈদের সরকারি ছুটি থাকবে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এর আগে রোববার (৩ জুলাই) শবে কদরের ছুটি রয়েছে।মাঝে সোমবার (৪ জুলাই) একদিন অফিস রয়েছে। ফলে ওইদিন অফিসে এক রকম অঘোষিত ছুটি থাকবে। সে হিসেবে ছুটি শুরু হবে ১ জুলাই (শুক্রবার) থেকে ৯ জুলাই (শনিবার) থেকে।

ব্যাংক, বিমা ও অফিস-আদালতের কর্মকর্তা ও কর্মচারীরাও ৪ জুলাই বন্ধ নিয়ে টানা নয় দিন ছুটির পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
এ বছর সাধারণ ও নির্বাহী মিলিয়ে মোট ২২ দিন ছুটি রয়েছে। ওই ২২ দিনের মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি। আর নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন। তবে বেশিরভাগ সরকারি ছুটি বৃহস্পতিবার ও রোববার হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার বেশি টানা ছুটির কবলে পড়ছে দেশ।

এছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজার ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা নয় দিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টি আগামী রোববার (১৯ জুন) চূড়ান্ত হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে।