• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

এবার ইসকন মন্দিরে গুলি-বোমা-হামলাকারী পাকরাও


প্রকাশিত: ২:৩০ এএম, ১১ ডিসেম্বর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৯৫ বার

iskcon-www,jatirkhantha.com.bdজেলা প্রতিনিধি.দিনাজপুর:   তএবার  দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি মন্দিরে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার রাত সোয়া kaharol-www.jatirkhantha.com.bdআটটার দিকে ধর্মসভা চলাকালে ওই হমিলায় দুজন আহত হন।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আহত ব্যক্তিরা হলেন রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫)। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তাৎক্ষণিকভাবে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ডাবোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ জাতিরকন্ঠকে বলেন, সন্ধ্যায় ইসকন মন্দিরে ধর্মসভা চলছিল। হঠাৎ অজ্ঞাতপরিচয় তিন যুবক এসে প্রথমে দুটি গুলি ছোড়ে। এর পরপরই দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ওই যুবকেরা দ্রুত চলে যায়। তাদের ছোড়া গুলিতে রঞ্জিত চন্দ্র রায় ও মিঠুন চন্দ্র রায় আহত হয়েছেন।

রঞ্জিত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া গ্রামের বিভূতি চন্দ্র রায়ের ছেলে এবং মিঠুন কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দ্বিজেন চন্দ্র রায়ের ছেলে বলে জানান চেয়ারম্যান বিশ্বজিৎ।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. রুহুল আমিন রাত ১০টায় জাতিরকন্ঠকে বলেন, গ্রামবাসী হামলাকারীদের একজনকে ধরে ডাবোর ইউনিয়নের ঢাকাইপাড়া আদর্শ গ্রামের একটি ক্লাবে আটকে রেখেছে বলে তিনি জেনেছেন।