• শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪

‘এবার ইজতেমায় বিদেশিদের নিরাপত্তায় বাড়তি নজরদারি’


প্রকাশিত: ২:৪৫ পিএম, ১২ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

 
sp harun-www.jatirkhantha.com.bdটঙ্গীর তুরাগ থেকে মোস্তফা কামাল প্রধান : গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, বিশ্ব ইজতেমার ময়দানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থার পাশাপাশি আগত বিদেশি মেহমানদের ওপর বাড়তি নজরদারি থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাজীপুর টঙ্গীর তুরাগ নদে বিশ্ব ইজতেমার ময়দান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসপি হারুন বলেন, বিশ্ব ইজতেমার ময়দানে আগত বিদেশি মেহমানদের নিরাপত্তায় ছয় হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করছে। মুসল্লিদের কোনো প্রকার সমস্যা যেন না হয় এ বিষয়ে নজরদারি রাখতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে।

মুসল্লিদের উদ্দেশে তিনি আরও বলেন, ইজতেমায় কোনো বিদেশি মুসল্লিকে কোনো প্রকার হয়রানি করা হলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানাতে হবে। এরপর তারা ব্যবস্থা নিতে এগিয়ে যাবে।

এদিকে, ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে হারুন বলেন, বিদেশি মেহমানরা ইজতেমার ময়দানে আসছেন। এ সময় বিমানবন্দর এলাকায় একটু গাড়ি চাপ বেশি থাকে। তাই যানজট নিয়ন্ত্রণ করতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ কাজ করছে। ওয়াচ টাওয়ারের আওতায় এনে ময়দানসহ পুরো এলাকায় পর্যবেক্ষণ করতে পুলিশের পাঁচটি কন্ট্রোল রুমও কাজ করছে। ফুটপাতে কোনো হকারকে বসতে দেওয়া হয়নি।