• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

এবার আওয়ামী লীগকে খালেদার টুইট


প্রকাশিত: ১১:৩০ পিএম, ১৯ নভেম্বর ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

বিশেষ প্রতিনিধি  :   এবার আওয়ামী লীগকে টুইট করলো বেগম খালেদা জিয়া। টুইটে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে kবিএনপির দেয়া প্রস্তাব থেকে আলোচনার সুযোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।শনিবার বিকাল ৫টার দিকে এক টুইট বার্তায় এ আহ্বান জানান তিনি।

টুইটে খালেদা জিয়া বলেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।’এর আগে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসি পুনর্গঠনে ১৩ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে এই প্রস্তাবনাকে অন্তঃসারশূন্য আখ্যা দিয়ে তাৎক্ষণিক তা নাকচ করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার প্রস্তাবনা পেশের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি পুনর্গঠনে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।