• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

এবার আইএসের হোয়াইট হাউসে হামলার হুমকি


প্রকাশিত: ১:০৭ পিএম, ২০ নভেম্বর ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১১২ বার

whaithouse-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার:   যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হামলার হুমকির পর এবার দেশটির প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক ভিডিও বার্তাায় আইএসের পক্ষ থেকে ওই হুমকি দেওয়া হয়।
গত শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ছয়টি স্থানে ভয়বাহ সন্ত্রাসী হামলায় ১২৯জন নিহত হন। ওই ঘটনায় দায় স্বীকার করে আইএস।পরে সোমবার প্যারিসের ওই হামলার মতো একই ধরনের হামলা চালানোর হুমকি দেওয়া হয় ওয়াশিংটন ডিসিতেও।

বৃহস্পতিবার দেওয়া আইএসের ওই ছয় মিনিটের ওই ভিডিওর শিরোনাম ‘প্যারিস বিফোর রোম’। সেই সঙ্গে ফ্রান্সের ওপর আরও হামলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে ভিডিওতে।ইন্টারনেটে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপে’র বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরাকের আইএস জঙ্গিদের প্রকাশ করা ওই ভিডিওতে গত সপ্তাহের প্যারিস হামলার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

এফবিআইয়ের পরিচালক জেমস কোমে বৃহস্পতিবার বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘প্যারিসের মতো’ কোনো হামলার হুমকির বিষয়ে তার কিছু জানা নেই।তবে পররাষ্ট্র দফরের মুখপাত্র জন কিরবি সিএনএনকে বলেছেন, ওই ভিডিওটি পরীক্ষা করে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র সরকার সব হুমকিই গুরুত্বের সঙ্গে নিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্যারিস হামলা সংক্রান্ত সংবাদের ফুটেজ দিয়ে আইএসের নতুন এই ভিডিও শুরু হয়। এরপর দুই ব্যক্তি এসে আলাদাভাবে ক্যামেরার সঙ্গে আরবিতে কথা বলতে শুরু করেন।তাদের মধ্যে একজন প্যারিসের বিভিন্ন স্থাপনা এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ উড়িয়ে দেওয়ার হুমকি দেন। অার দ্বিতীয় ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেন, আমরা বোমার বেল্ট আর গাড়িবোমা দিয়ে তাদের কাবাব বানাব।