এবার অ্যানেক্স ভবনের সামনে ‘লেডি জাস্টিজ’ স্থাপন
হাইকোর্ট রিপোর্টার : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সেই ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পুনঃস্থাপনের কাজ শুরু হয়। আর রাত ১১টার দিকে তা শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে ভাস্কর্যটি পিকআপভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আনা হয়। পরে ভারোত্তোলক যন্ত্র দিয়ে পিকআপ থেকে সেটি নামানো হয়। ভাস্কর্যটি স্থাপন করতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন। তাদের ঝালাইসহ বিভিন্ন কাজ করতে দেখা গেছে। ওই সময় অ্যানেক্স ভবনের সামনে সংবাদ সংগ্রহের জন্য কাউকে যেতে দেওয়া হয়নি।