• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এবার অপুর ঘরে বহু যুবকের স্বপ্ন হরণকারী মাহি


প্রকাশিত: ১১:২২ পিএম, ২৫ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

এস রহমান   :  এবার অপুর ঘরে বহু যুবকের স্বপ্ন হরণকারী মাহি ।সদ্য বিবাহিত মাহি এবার অপুর Mahi-with hasband-www.jatirkhantha.com.bdঘর রাঙ্গাবেন।  সিনেমার চরিত্রের প্রয়োজনে অনেকবারেই কনে সেজেছেন মাহি। বিয়েও হয়েছে কয়েকবার। তবে এবারের গল্পটা একদম আলাদা। সিনে লাইফ নয়, রিয়েল লাইফেই এবার প্রথমবারের মতো কনে সাজে দেখা মিললো তাকে। ক্রিম কালারের কারুকাজখচিত লাল পাড়ের শাড়িতে বউ সেজেছেন মাহি।

গতরাতে হলুদের অনুষ্ঠানে মাহিকে দেখা গেছে হলদি শাড়িতেই। হাতভর্তি মেহেদীর আল্পনা সেজেছেন তিনি। মাহি জানালেন, একটু আগেই আকদ হলো। ফুরফুরে লাগছে। নতুন জীবনে পা দিলাম। সবাই দোয়া করবেন।’

এর আগে গতকাল রাতে সাদামাটা আয়োজনে হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। হলুদ সন্ধ্যায় মিডিয়ার কেউই ছিলেন না। এমনটি মাহির সবচেয়ে ঘনিষ্টজনদের দেখা যায়নি। শুধুমাত্র কাছে কয়েকজন বন্ধু ছিলেন।

মাহির পাত্র সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। চার বছর ধরে একজন আরেকজনকে চেনেন। তবে বিয়েটা করছেন পরিবারের পছন্দেই।  তাদের পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়েছে।

বিয়ে প্রসঙ্গে মাহি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।’