• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

এফবিসিসিআই নির্বাচন ২৭ এপ্রিল


প্রকাশিত: ৭:২২ পিএম, ১৩ মার্চ ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

 

বিশেষ প্রতিনিধি : দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৯-২১ মেয়াদের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৭ এপ্রিল হবে। এফবিসিসিআইর নির্বাচনী বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির মধ্যে এফবিসিসিআইর সদস্য সংগঠনগুলোকে চাঁদা পরিশোধ করতে হবে।

আর সাধারণ পরিষদ সদস্য হিসেবে নাম পাঠানোর সর্বশেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি। ৬ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ এবং প্রয়োজনীয় সংশোধনীসাপেক্ষে ১৮ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের (নির্বাচিত ও মনোনীত) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ মার্চ।