এনবিআরের সদস্য হলেন ঢাকা কাস্টমস হাউজের কমিশনার লুৎফর রহমান
বিশেষ প্রতিনিধি : ঢাকা কাস্টমস হাউজের কমিশনার ও বিসিএস (শুল্ক ও আবগারী) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা মো. লুৎফর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের সহকারি সচিব দিলিপ কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. লুৎফর রহমান বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের কর্মকর্তা ও এনবিআর সদস্য (শুল্কনীতি), গ্রেড-১ মো. ফরিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন। মো. লুৎফর রহমান ২০১৫ সালের ৫ মার্চ ঢাকা কাস্টমস হাউজের কমিশনার হিসেবে নিয়োগ পান।
এনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন বৃহস্পতিবার (৩০ মার্চ) অবসরে যাচ্ছেন। বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) এর ১৯৮২ ব্যাচের নিয়মিত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন ২০১৪ সালের ৩ আগস্ট অতিরিক্ত সচিব থেকে সচিব পদ মর্যাদায় (গ্রেড-১) পদোন্নতি পান।