• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

এতিমদের টাকা লুটপাট-বিচারকের প্রতি অনাস্থা’য় হাইকোর্টে খালেদা


প্রকাশিত: ২:১৪ পিএম, ৮ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

হাইকোর্ট রিপোর্টার :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে kkহাইকোর্টে বেঞ্চ পরিবর্তনের আবেদন করেছেন খালেদা জিয়া। এ আবেদনের ওপর আগামী ১৩ ফেব্রুয়ারী শুনানির দিন ধার্য করেছেন আদালত। বুধবার বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও বিচারপতি বিষ্ণু দেব চক্রবর্তীর আদালত এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন বুধবার বেঞ্চ বদলের আবেদন উত্থাপন করেন। পরে মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আগামী সোমবার বিচারপতি রুহুল কুদ্দুস বাবু ও বিচারপতি বিষ্ণু দেব চক্রবর্তীর আদালতে আবেদনের শুনানি হবে।

গত ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজির হয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিচারক আবু আহমদ জমাদারের প্রতি অনাস্থা জানিয়ে এবং আদালত  মুলতবি রাখার আবেদন করেন খালেদা জিয়া। কিন্তু বিচারক তার আবেদন খারিজ করেন।

আইনজীবীদের উদ্দেশ্যে বিচারক বলেন, ‘আপনারা যদি উচ্চ আদালতে যেতে চান, যান। যখন হাইকোর্ট বিভাগ এ কোর্টকে বন্ধ করবে, তখন বিচারকাজ বন্ধ থাকবে।’এ প্রেক্ষিতে খালেদা জিয়ার আইনজীবীরা বেঞ্চ বদলের জন্য হাইকোর্টে আবেদন করলেন।

পুরান ঢাকার বকশী বাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে।