• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

এক নারীর লিঙ্গ পরিবর্তনের আবেদনে তোলপাড়


প্রকাশিত: ১:৪১ পিএম, ২১ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৮৯ বার

বিদেশ ডেস্ক  :    আমিরাতে লিঙ্গ পরিবর্তনের অনুমোদন দিয়ে আইন হয়েছে। এর কারণে সংযুক্ত আরব আমিরাতের 11ইতিহাসে প্রথমবারের মতো লিঙ্গ পরিবর্তন করে পুরুষ হওয়ার জন্য আবেদন করেছেন এক নারী।উপসাগরীয় এই দেশটিতে সম্প্রতি লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচারের অনুমোদন দিয়ে একটি আইন করা হয়েছে।

এ আইনের অধীনেই ওই নারী আবেদন করেছেন বলে তার আইনজীবী জানিয়েছেন।আইনজীবী আলি আল-মানসুরি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, নারীটি সব সময়ই অনুভব করতেন যে তিনি আসলে পুরুষ। তিনি এ ব্যাপারে গত চার বছর ধরে শারীরিক ও মানসিক চিকিৎসা নিচ্ছিলেন।

একটি মেডিকেল কমিশন ওই নারীর লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করার সুপারিশ করেছে।মেডিকেল লায়াবিলিটি ল’ নামের নতুন আইনটি চলতি মাসেই আমিরাতে কার্যকর হয়েছে। এতে মেডিকেল বা চিকিৎসা সম্পর্কিত কারণে লিঙ্গপরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।আবুধাবির একটি আদালত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে এ আবেদনটি বিবেচনার জন্য হাতে নেবে বলে জানা গেছে।