• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

একসঙ্গে ২০ উপগ্রহ উৎক্ষেপণ ভারতের


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২২ জুন ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১১৩ বার

 

নিউজ ডেস্ক : একসঙ্গে ২০টি উপগ্রহসহ উৎক্ষেপণ করে ইতিহাসের গড়ল ভারত। বুধবার সকাল ৯ টা india.Upogroho-www.jatirkhantha.com.bd২৫ মিনিটে শ্রীহরিকোটা থেকে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর পিএসএলভি সি-৩৪ ইসরো নামের রকেটের মাধ্যমে এই উপগ্রহগুলো মহাকাশে প্রেরণ করে।

টাইমস অব ইন্ডিয়া ও কলকাতা ২৪ এর খবরে জানা গেছে, গত সোমবার ৪৮ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়। পরে আজ বুধবার মোট ১হাজার ২৮৮ কিলোগ্রামের ২০ টি উপগ্রহ উৎক্ষেপন করা হয়।

২০ টির উপগ্রহের মধ্যে আছে যুক্তরাষ্ট্র, কানাডা,জার্মানি ও ইন্দোনেশিয়ার উপগ্রহ। এছাড়া আছে ভারতের নিজেদের তৈরি দুইটি উপগ্রহও।

এই মিশনে ইন্দোনেশিয়ার উপগ্রহের নাম LAPAN A৩, জার্মানির উপগ্রহের নাম BIROS of Germany, আমেরিকার উপগ্রহের নাম SKYSAT GEN ২-১। জার্মানির MVV নামক আরও একটি উপগ্রহও আছে এই তালিকায়।