• সোমবার , ২০ জানুয়ারী ২০২৫

একরাম হত্যায় মিনার চৌধুরীর জামিন বাতিল


প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৯ মার্চ ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৬৬ বার

ফেনী প্রতিনিধি  :  ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলা ৬ মাসের মধ্যে feni-www.jatirkhantha.com.bdনিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি না হলে আসামি মিনার চৌধুরীর জামিন আবেদন বিবেচনা করতে বিচারিক আদালতকে বলা হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন।

সম্প্রতি হাইকোর্ট মিনার চৌধুরীকে জামিন দিয়েছিল। এই জামিনের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং আসামি পক্ষে মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। শুনানি নিয়ে আপিল বিভাগ মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। এই মামলায় ইতোমধ্যেই ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে বিচারিক আদালত।