একটি মোবাইল নম্বর শেষমেষ ধরিয়ে দিলো সংঘবদ্ধ মহিলা চোরের দলকে
স্টাফ রিপোর্টার.ঢাকা:
একটি মোবাইল ফোন নম্বর শেষমেষ ধরিয়ে দিলো একটি সংঘবদ্ধ মহিলা চোরের দলকে। র্যাবের গোয়েন্দা জালে ধরা পড়া মহিলা চোরের দলটিকে সোপর্দ করা হয়েছে পল্টন থানায়।
সংঘবদ্ধ মহিলা চোরের দলটির তিন সদস্য’র কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু টাকা এবং স্বর্ণালংকারও। পল্টন থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কাজের মহিলা রোজিনা ওরফে কাজল (৩৫), স্বামী পরিচয়দানকারী রিয়াজ উদ্দিন (৪৪) ও স্বর্ণালংকার ব্যবসায়ী ও সাভার আমিনবাজারে চোরাই স্বর্ন কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য দিপংকর (৪৬)।
সূত্র জানায়, হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি ইব্রাহিম বাহার এর বাসায় এই চুরির ঘটনা ঘটে সম্প্রতি। সংঘবদ্ধ মহিলা চোরের দলটি বাহারের বাসা থেকে গভীর রাতে আলমারি ভেঙ্গে নগদ আড়াই লাখ টাকা এবং ২০ ভরি স্বর্ণালংকারসহ দামি মালামাল নিয়ে যায়।
কাজের মহিলা রোজিনার একটি মোবাইল নম্বর ছাড়া আর কোন চিহ্ন ছিলনা চোরের দলটির। পরে ওই মোবাইল নম্বরটিতে আড়ি পেতে পাকরাও করা হয় রোজিনাসহ তার তিন সহযোগীকে।
এ ঘটনায় ইব্রাহিম বাহার পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২১/৫।