`এই দেশ আমার মা এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন’
সোমালিয়া খন্দকার নীপা. কঠোর সমালোচনার মধ্যে পড়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। আর এর সূত্রপাত হয়েছে সম্প্রতি তার দেয়া একটি ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যদিয়ে। তবে তার এই ফেসবুক স্ট্যাটাসকে সমর্থন করছে বিএনপি। কিন্তু দেশের নীতি নির্ধারক বা সুশীল সমাজ পর্যায়ের অনেকে এর কঠোর সমালোচনা করছেন। সমালোচনাকারীরা বলছেন, সারা দেশে যেভাবে আগুনে পুড়ে মানুষ মরছে তা নিয়ে কিছুই নেই এই স্ট্যাটাসে।
স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
‘একজন মাকে জিজ্ঞেস করা হয়েছিল- সন্তান নাকি দেশ? তিনি উত্তরে বলেছিলেন- দেশ। এরপর অমানুষিক নির্যাতন নেমে এলো তার দুই সন্তানের ওপর। এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেওয়া হলো, আরেক সন্তানকে ইলেকট্রিকের সাহায্যে ব্রেন ড্যামেজ করে দেওয়া হলো। এরপর আবার সেই মাকে জিজ্ঞেস করা হলো- আপনার কাছে সন্তান বড় নাকি দেশ? উনি কেঁদেছেন।
চোখের পানি ফেলতে ফেলতেই বলেছেন- দেশ এই দেশ আমার মা এই দেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন আমি আমার মায়ের কাছেই থাকব আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকব। আমি আমার দুই সন্তানকে আল্লাহর কাছে শুপে (সঁপে) দিয়েছি। আমি বেঁচে থাকব আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।’ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন