• শুক্রবার , ২২ নভেম্বর ২০২৪

এইচএসসি-সমমানের পরীক্ষার ফল বৃহস্পতিবার


প্রকাশিত: ২:৫২ পিএম, ১৭ আগস্ট ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১০৯ বার

আসমা খন্দকার  :  চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল 1বৃহস্পতিবার। শিক্ষা সচিব সোহরাব হোসাইন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত পহেলা আগস্ট সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছিলেন, ১৮ আগস্ট উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নুরুল ইসলাম নাহিদ। তার সংবাদ সম্মেলনের পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।