ঋণ জালিয়াত বিচারপতি সিনহা ওয়ান্টেড
বিশেষ প্রতিনিধি : ঋণ জালিয়াত বিচারপতি সিনহা অবশেষে ওয়ান্টেড। জালিয়াতি করে ফারমার্স ব্যাংক থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। তাদের গ্রেফতার করা হলো কিনা সে বিষয়ে পুলিশকে ২২ জানুয়ারি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ মামলার আসামি ফারমার্স ব্যাংকের নীরিক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী কারাগারে আছেন, এস কে সিনহা রয়েছেন যুক্তরাষ্ট্রে।
ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গত ১০ ডিসেম্বর অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত, চার্জশীটটি আমলে নিয়ে ১১ আসামির বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তাদের গ্রেপ্তার করা গেল কি না- সে বিষয়ে পুলিশকে ২২ জানুয়ারি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে দুদকের অনুসন্ধানে ফারমার্স ব্যাংকের দু’টি অ্যাকাউন্ট থেকে চার কোটি টাকা ঋণ নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির প্রমাণ মেলে। মামলার আসামি শাহজাহান ও নিরঞ্জন ঐ ঋণ নিয়েছিলেন। ঋণের সেই টাকা পরে বিচারপতি সিনহার ব্যাংক হিসাবে যায়। এ টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনারও অভিযোগ রয়েছে বিতর্কিত সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে। এ মামলার আসামি ফারমার্স ব্যাংকের নীরিক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী কারাগারে আছেন,এস কে সিনহা রয়েছে যুক্তরাষ্ট্রে।