• শুক্রবার , ২৪ জানুয়ারী ২০২৫

উপকূলে ৩ নম্বর সর্তক সংকেত সেন্টমার্টিনে আটকা বহু পর্যটক


প্রকাশিত: ১০:০০ পিএম, ১১ অক্টোবর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩১ বার

11সেন্টমার্টিন প্রতিনিধি  :  বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় দেশের অন্যতম পর্যটন স্পট সেন্টমার্টিন দ্বীপে বহু সংখ্যক পর্যটক আটকা পড়েছে।উপকূলে ৩ নম্বর সর্তক সংকেত বলবৎ থাকায় টেকনাফ-সেন্টমাটিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান ও হোটেল মালিক সমিতির সভাপতি নুর আহমদ জানান, ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপে ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে।বিশেষ করে সেন্টমার্টিনের হোটেল ব্লু মেরিন, মুদ্র কুঠির, সেন্ডশোর, সীমানা পেরিয়েসহ বিভিন্ন হোটেলে আটকা পড়ারা অবস্থান করছেন বলে তিনি জানান।

আটকা পড়া পর্যটক ঢাকার রিদুয়ান বলেন, গত সোমবার পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে আসি। হঠাৎ সর্তক সংকেতের কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকা পড়তে হয়েছে।এ রুটের পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদের পরিচালক আব্দুল আজিজ জানান, ৩ নম্বর সর্তক সংকেত ও সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার জাহাজ চলাচল বন্ধ রাখা হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, সর্তক সংকেতের কারণে জাহাজ যেতে পারেনি। আবহাওয়া অনুকূলে আসলে তাদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এছাড়া সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে আটকা পড়া পর্যটকদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলেও জানান তিনি।