উত্তরায় রাজউকের ফ্ল্যাট-৩০ জুন পর্যন্ত আবেদন
স্টাফ রিপোর্টার : উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ছয় হাজার ৬৬৩টি ফ্ল্যাট নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী ৩০ জুন পর্যন্ত¯এই ফ্ল্যাট কেনার জন্য আবেদন করা যাবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা জানান।
আজ শনিবার উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে এক ক্যাম্পেইন অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী এই কথা জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৮ এলাকার সংসদ সদস্য সাহারা খাতুন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এ কে এম ফজলুল হক ও গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
উত্তরা ১৮ নম্বর সেক্টরে প্রায় ২১৪ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে রাজউকের এই অ্যাপার্টমেন্ট প্রকল্প। এই প্রকল্পের ‘এ’ ব্লকে ৮৫ দশমিক ৫২ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে ৭৯টি অ্যাপার্টমেন্ট ভবন। সাধারণ মানুষের আবাসন সমস্যার সমাধানে এসব অ্যাপার্টমেন্ট নির্মাণ করেছে রাজউক।
সহজ ও দীর্ঘ মেয়াদি কিস্তিতে ফ্ল্যাটের বিক্রি কাজ শুরু হয়েছে। কমন স্পেসসহ এক হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ছয় হাজার ৬৬৩টি ফ্ল্যাটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব ফ্ল্যাটের প্রকৃত আয়তন এক হাজার ২৭৬ বর্গফুট। ১৭টি ক্যাটাগরির মানুষ এ ফ্ল্যাট কিনতে পারবে। ৩০ জুন পর্যন্ত আগ্রহী ক্রেতারা ফ্ল্যাট কেনার আবেদন করতে পারবেন।
প্রধান অতিথির বক্তৃতায় গণপূর্ত মন্ত্রী বলেন, রাজউক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তাই বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এসব ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়নি। অন্য যে কোনো ফ্ল্যাটের চেয়ে এ ফ্ল্যাটের মূল্য অনেক কম। অপরদিকে এখানে বসবাসের সুযোগ-সুবিধা অনেক বেশি। কিস্তিও আগের তুলনায় সহজ করা হয়েছে।