• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

‘উওমেন ফর চেঞ্জ’ হিজরা সুন্দরীদের কপাল খুলছে ?


প্রকাশিত: ২:০২ এএম, ১২ জুলাই ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪২৫ বার

দিনা করিম   :   অবশেষে ‘উওমেন ফর চেঞ্জ’ প্রেগ্রামে হিজরা সুন্দরীদের কপাল খুলছে ? এজন্য higra-www.jatirkhantha.com.bdঅনুষ্ঠিত হচ্ছে হিজরা সুন্দরী প্রতিযোগীতা।এবারাই প্রথম ইসরায়েলে মিস ট্রান্সজেন্ডার (তৃতীয় লিঙ্গ) সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১১ জনের মধ্যে প্রথম হয়েছেন আবু হানা নামে এক আরব খ্রিস্টান নারী। ইজরায়েলে তিনিই প্রথম ট্রান্সজেন্ডার সুন্দরী।

55”বিউটি কুইন হওয়াটা বড় কথা নয়” বলেছেন তালিন আবু হানা। তাকে বিজয়ীর মুকুট পরানোর পর তিনি বলেন, ‘‘কেউ আমাদের বলবে, কে বেশি সুন্দরী, তার প্রয়োজন নেই আমাদের – আমরা সকলেই বিউটি কুইন।’’

পুরস্কার হিসেবে আবু হানা পাচ্ছেন থাইল্যান্ডে গিয়ে অপারেশন করানোর জন্য সাড়ে ১৩ হাজার ইউরো। ইসরায়েলে তাকে বৈষম্যের সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন তিনি।

33২১ বছর বয়সী নর্তকী হানা আগামী সেপ্টেম্বরে স্পেনের বার্সেলোনায় আন্তর্জাতিক ‘মিস ট্রান্স স্টার’ প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন। ফেস্টিভালের উদ্দেশ্য ‘উওমেন ফর চেঞ্জ’।

‘মিস ট্রান্স’ সুন্দরী প্রতিযোগিতা সৃষ্টি করেছেন স্টেফানি লেভ, যিনি ইসরায়েলের নাগরিক এবং নিজেই ট্রান্সসেক্সুয়াল।তার আশা, এই প্রতিযোগিতার মাধ্যমে ট্রান্সসেক্সুয়াল মানুষেরা আরও বেশি স্বীকৃতি পাবেন।