• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদ বোনাস সোমবার-১০ সেপ্টেম্বরের মধ্যে বেতনের নির্দেশ শ্রম মন্ত্রণালয়ের


প্রকাশিত: ৮:৫০ পিএম, ১ সেপ্টেম্বর ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৬ বার

সাইফুল বারী মাসুম  :   গার্মেন্টসহ সব ধরনের কলকারখানায় কর্মরত শ্রমিকদের আগামী সোমবারের মধ্যে (৫ সেপ্টেম্বর) 1বোনাস ও ১০ সেপ্টেম্বরের মধ্যে বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক ও সরকারের সমন্বয়ে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি। ওই সিদ্ধান্তের আলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঈদ বোনাস ও বেতন পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে (ডিআইএফই) এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, সব পক্ষ আলোচনা করে ৫ সেপ্টেম্বর ঈদ বোনাস ও ১০ সেপ্টেম্বর বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। এছাড়া ঈদে শ্রমিকদের নিজ নিজ এলাকায় যাওয়া-আসার সুবিধায় পর্যায়ক্রমে ঈদের ছুটি দেয়ার পরামর্শও দেন তিনি।