• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

ঈদ ধামাকা–ইউনাইটেড এয়ারওয়েজে মাত্র ২৫০০ টাকায় ঢাকা-যশোহর-সৈয়দপুর ভ্রমণ


প্রকাশিত: ৫:০৪ এএম, ৭ জুলাই ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

5018184919_36381cc2f7বিশেষ প্রতিবেদক.ঢাকা:  ঈদ উপলক্ষে সৈয়দপুর ও যশোর রুটে ইউনাইটেড এয়ারওয়েজের অতিরিক্ত ফ্লাইট সর্বনিম্ন ভাড়া ২৫০০ টাকায় ভ্রমণ সুবিধা প্রদান করেছে ইউনাইটেড এয়ারওয়েজ পবিত্র ঈদুল-উল ফিতর উপলক্ষে সম্মানিত যাত্রীসাধারনের ঈদযাত্রাকে অধিকতর ঝামেলামুক্ত করার জন্য ইউনাইটেড এয়ারওয়েজ যশোর ও সৈয়দপুর রুটে অতিরিক্ত ফ্লাইট চালানোর সিদ্বান্ত নিয়েছে। আগামী ১৫ ও ১৬ জুলাই পূর্ব নির্ধারিত ফ্লাইটের অতিরিক্ত আরো দু’টি ফ্লাইট চলাচল করবে।

ইউনাইটেডের ডিজিএম মার্কেটিং মোঃ কামরুল ইসলাম জাতিরকন্ঠকে জানান, আগামী ১৫ জুলাই ঢাকা থেকে সৈয়দপুরের নির্দিষ্ট ফ্লাইটের অতিরিক্ত ফ্লাইটটি দুপুর ৩:০০টায় এবং ঢাকা থেকে যশোরের অতিরিক্ত ফ্লাইটটি দুপুর ২:০০টায় ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়া ১৬ জুলাই ঢাকা থেকে  সৈয়দপুরের অতিরিক্ত ফ্লাইটটি দুপুর ২:০০টায় এবং ঢাকা থেকে যশোরের অতিরিক্ত ফ্লাইটটি বিকাল ৫:০০টায় ঢাকা থেকে ছেড়ে যাবে।

পবিত্র ঈদ উপলক্ষে যশোর ও  থেকে ঢাকামূখী এবং সৈয়দপুর এছাড়া ঈদ পরবর্তী ঢাকা থেকে যশোর ও সৈয়দপুর মূখী যাত্রীসাধারনের সুবিধার্থে সর্বনিম্ন ২৫০০টাকা ভাড়ায় ভ্রমন সুবিধা প্রদান করছে ইউনাইটেড এয়ারওয়েজ।
এছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে নির্দিষ্ট সংখ্যক ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

টিকেট  সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউনাইটেড এয়ারওয়েজের যে যে কোনো সেলস্
অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।