• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ঈদে চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া


প্রকাশিত: ১:০৯ পিএম, ৫ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২০০ বার

বিনোদন রিপোর্টার :  ঈদুল ফিতরের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। ইতিমধ্যে’ই ঈদের আমেজ শুরু হয়েছে ওয়েব দুনিয়ায়। এবার Eid-film-www.jatirkhantha.com.bd.5ঈদে পোড়ামন ২,চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ও আমার প্রেম আমার প্রিয়া নামে  তিনটি ছবি ঈদুল ফিতরে মুক্তি চূড়ান্ত হয়েছে। এরই মধ্যে ছবি তিনটির বেশ কয়েকটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাড়া হয়েছে।

যদিও সব ছবি চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই ঈদের চূড়ান্ত হওয়া ও সম্ভাব্য কয়েকটি ছবির গান, টিজার ইউটিউব ও ফেসবুকে দেশজুড়ে দর্শকদের মধ্যে ঈদের আমেজ ছড়িয়ে দিয়েছে।চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদের আগেই ছবির গান, টিজার দর্শকেরা দারুণভাবে গ্রহণ করেছেন।

Eid-film-www.jatirkhantha.com.bd.1ঈদে মুক্তির তালিকায় থাকা আমার প্রেম আমার প্রিয়া ছবির পরিচালক শামিমুল ইসলাম বলেন, ‘মনে হচ্ছে সিনেমায় এখনই ঈদ লেগে গেছে। ঈদের আগে আগে ঈদের ছবির গান নিয়ে দর্শকদের এ ধরনের উত্সাহ-উদ্দীপনা ছবির প্রচারণাকে এগিয়ে দিচ্ছে। ঈদের সময় দর্শককে প্রেক্ষাগৃহে নিয়ে যেতে বাড়তি কাজ করছে ছবির এসব গান ও টিজার।’

কলকাতার ভাইজান এলো রে ও সুলতান ছবি দুটি আমদানির মাধ্যমে ঈদে মুক্তির কথা ছিল। এপ্রিল ও মে মাসজুড়ে ভাইজান এলো রে ছবির তিনটি ও সুলতান ছবির দুটি গান ও টিজার ইউটিউবে প্রকাশিত হয়। গান ও টিজার আলোচনায়ও আসে। ঈদের আগে প্রথম এই দুটি ছবির গান ও টিজার দিয়েই ইউটিউবে ঈদের আমেজ ছড়ায়। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ে ভিনদেশি ছবি হিসেবে ঈদের ছবির তালিকা থেকে ছিটকে গেছে ছবি দুটি।
Eid-film-www.jatirkhantha.com.bd
এদিকে চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ও পোড়ামন ২ ছবির দুটি করে গান ইউটিউবে দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবির নায়িকা বুবলীর বলেন, ‘ইউটিউব থেকে আমার ছবির গানের ব্যাপক সাড়া পাচ্ছি। ঈদের আগেই পুরো ঈদের আমেজ!’’

পোড়ামন ২ ছবি দিয়ে এই ঈদে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হবে ছোট পর্দার তারকা সিয়াম আহমেদের। তিনি বলেন, ‘ইউটিউবে ছবির “শ্যাম” ও “নম্বর ওয়ান হিরো” গান দুটি এবং ছবির টিজার নিয়ে দর্শকের সাড়া পাচ্ছি। যেহেতু এটি আমার প্রথম ছবি, গানগুলো নিয়ে দর্শকদের উন্মাদনা দেখে এখনই আমার কাছে ঈদ ঈদ মনে হচ্ছে।’

চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট সূত্রে জানা গেছে, ছবির গানগুলো চলতি সপ্তাহ ও পরের সপ্তাহ মিলে এক এক করে ইউটিউবে ছাড়া হবে।