• বুধবার , ২২ জানুয়ারী ২০২৫

ঈদের ছুটির আগেই এলেঙ্গা-চন্দ্রা’য় যানজটের ভূত-৫০ কি.মি. জুড়ে


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ৭ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট 1দেখা দিয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পাটুরিয়ায় তিনটি ফেরিঘাট বন্ধ থাকায় অনেক যানবাহন সড়ক পথে ঢাকা বঙ্গবন্ধু সেতু হয়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছে।

এছাড়া কোরবানির মৌসুমে উত্তরবঙ্গ থেকে গরুভর্তি অনেক ট্রাক ঢাকার দিকে যাচ্ছে। এ কারণে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী অংশে গাড়ির তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।বিকেল নাগাদ যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।