• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিন গ্রেফতার


প্রকাশিত: ৩:৪০ এএম, ১ ফেব্রুয়ারি ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১০৭ বার

yaba godfather-marken-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার. টেকনাফ :  অবশেষে টেকনাফের শীর্ষ ইয়াবা গডফাদার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার শামসুল আলম মার্কিন (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে টেকনাফ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক সুবির পালের নেতৃত্বে পুলিশ সাবরাং ইউনিয়নের নোয়াপাড়ার মৃত মৌলভী আলী হোসেনের পুত্র শামসুল আলম প্রকাশ মার্কিনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইয়াবা চোরাচালান ও মানবপাচারের বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে কোটি টাকার মালিক বনে যান। অথচ একসময় তার আর্থিক অবস’া খুব খারাপ ছিল। প্রশাসন অভিযান জোরদার করলে তিনি পালিয়ে অন্যত্র আত্মগোপন করতেন।

পরে প্রশাসনের অভিযান শান্ত হয়ে এলে তিনি আবারো পুরোদমে ইয়াবা ব্যবসা শুরু করেন। এভাবে তিনি এতোদিন ধরাছোঁয়ার বাইরে রয়ে যান।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।