‘ইসি নিয়ে বাইরের কারো বলার অধিকার নেই’
বগুড়া প্রতিনিধি : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বাইরের কারো কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নির্বাচন কমিশন গঠনের প্রাক্কালে জাতিসংঘের আলোচনার প্রস্তাব এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রভাবশালী কূটনীতিকদের আবেদনের প্রতি ইঙ্গিত করে তিনি এমন মন্তব্য করেন।
শুক্রবার বিকালে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ইসি নিয়ে কূটনীতিক উদ্যোগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি কার সঙ্গে বসবেন না বসবেন, সেটা তিনি নিজে ঠিক করবেন। বাইরের কারো এ ব্যাপারে বলার অধিকার নেই।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে খুশি হয়েছিলেন। রাষ্ট্রপতি ইসি গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন। এখন বিএনপি নেতা ফখরুল ও অন্যরা প্রতিবাদ জানাচ্ছেন। তিনি দাবি করেন, বিএনপি আবদুল আজিজের মত বিএনপি নেতাকে নিলেও রাষ্ট্রপতি যাদের নিয়ে কমিটি করেছেন, তারা সবাই রাজনীতির বাইরের নিরপেক্ষ মানুষ।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপির নিরপেক্ষ মানে তাদের দলের লোক। বিএনপি নেতা দুদু ও অন্যদের কমিটিতে রাখলে হয়তো বিএনপি খুশি হতো। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি নিয়ে এখন চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ বিএনপি মানে ‘বাংলাদেশ নালিশ পার্টি’। তারা শুধু দেশে-বিদেশে আওয়ামী লীগের নামে নালিশ করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) ভেবেছিল- আমেরিকার নির্বাচনে হিলারি ক্লিনটন রাষ্ট্রপতি হলে তিনি বিএনপিকে ক্ষমতায় বসাবেন। আবার তারা স্বপ্ন দেখেছিল- ভারতে নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি হলে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবেন। তাই নেতাকর্মীরা ফুল নিয়ে অপেক্ষা করছিলেন; কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি।’
নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণকে ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। জোর করে নয়, উন্নয়ন ও ভালো ব্যবহার করে জনগণের কাছে ভোট চাইতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবার রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুল মান্নান এমপি, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, হাবিবর রহমান এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।