• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ইসিকে না জানিয়েই বহু বিতর্কিত এসপি হারুনকে গাজীপুরে পুনর্বহাল


প্রকাশিত: ৭:৪৪ পিএম, ৩ মে ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

স্টাফ রিপোর্টার   :   ইসিকে কিছু না জানিয়ে বহু বিতর্কিত পুলিশ সুপার হারুন অর রশীদকে পুনরায় গাজীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে।আইন অনুযায়ী sp_harun.নির্বাচনী এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন বা বদলির জন্য নির্বাচন কমিশনের অনুমতি নেওয়ার বিধান থাকলেও তাকে এই দায়িত্ব দেওয়া হলো।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদকে গাজীপুরে পুনর্বহাল করে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ইউপি ভোটের দুদিন আগে এসপি হারুনসহ দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শ্রীপুরে এক সদস্য প্রার্থী খুনের পর ইসির ওই নির্দেশনায় সুষ্ঠু ভোটের লক্ষ্যে এই পরিবর্তন আনার কথা বলা হয়।

নির্বাচন কমিশনের (বিশেষ কর্মকর্তা) আইন ১৯৯১ অনুযায়ী নির্বাচন এলাকার ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ১৫ দিন পর্যন্ত যে কোনো কর্মকর্তা-কর্মচারীকে পদায়ন ও বদলির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করার বিধান রয়েছে।এসপি হারুনকে পুনর্বহালের বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ সাংবাদিকদের বলেছেন, “ওই এসপিকে আমরা প্রত্যাহারের সিদ্ধান্ত দিয়েছিলাম। পুনর্বহালের বিষয়ে কোনো কিছু জানি না।”