• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ-ক্যাম্পাস বন্ধ ঘোষণা


প্রকাশিত: ৬:১৩ পিএম, ১৯ ডিসেম্বর ১৫ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৬ বার

IU-Clash-www.jatirkhantha.com.bdইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার:  কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় একজনকে গুলি ছুড়তে (চিহ্নিত) দেখা যায়।  কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার জাতিরকন্ঠকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে বড় রকমের নাশকতা এড়াতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার মধ্যে আবাসিক হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।’

উপাচার্য জানান, আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া শীতকালীন ছুটি এগিয়ে এনে ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি প্রশাসনিক ও আগামী ৬ জানুয়ারি একাডেমিক কার্যক্রম চালু হবে। ক্যাম্পাসের সার্বিক পরিবেশ স্বাভাবিক করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে।