• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

ইসলামী ঐক্যজোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক


প্রকাশিত: ১১:১৬ পিএম, ৮ জানুয়ারী ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ২৩৬ বার

new islami jote-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক:  ইসলামী ঐক্যজোট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিবসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যানর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বিএনপির যুগ্ম মহাসচিন মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

এর আগে এর আগে আজ সকালে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ‘ইসলামী ঐক্যজোট’ আর নেই বলে ঘোষণা দেন মাওলানা আব্দুল লতিফ নেজামী। এর কিছুক্ষণ পরই বিকেলে মাওলানা আব্দুর রকিব সংবাদ সম্মেলন করে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে ইসলামী ঐক্যজোট অতীতে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে বলে মন্তব্য করেছেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব। বৃহস্পতিবার বিকেলে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।