• সোমবার , ১৮ নভেম্বর ২০২৪

ইসরায়েলি নারী আইএসের নামে বাংলাদেশী হত্যাকান্ডের বিবৃতি দিয়ে যাচ্ছে-আইজিপি


প্রকাশিত: ৩:৫৩ পিএম, ২১ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৫৯ বার

জেলা প্রতিনিধি.মানিকগঞ্জ   :   ইসরায়েলি নারী আইএসের নামে বাংলাদেশী
israily lady-isis-www.jatirkhantha.com.bdহত্যাকান্ডের বিবৃতি দিয়ে যাচ্ছে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক । আইজিপি বলেন, দেশে গভীর ষড়যন্ত্র চলছে । সম্প্রতি দেশে ভিন্নমতাবলম্বী কয়েক জনকে হত্যা, এরপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বরাতে ইন্টারনেটে দায় স্বীকার করে বিবৃতির প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, এসব হত্যাকাণ্ডের পরপরই আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে ইন্টারনেটে প্রচার করা হয়। ইসরায়েলের এক নারী একটি ওয়েবসাইট খুলে এই বিবৃতি দিয়ে থাকেন। ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু আইএস কোনো কথা বলে না।

মানিকগঞ্জ পুলিশ লাইনস মাঠে আজ শুক্রবার বিকেলে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন।আইজিপি বলেন, সরকারকে উৎখাত করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দেশের একটি রাজনৈতিক দলের একজন নেতা দিল্লিতে বৈঠক করেছেন।

সম্প্রতি পত্রপত্রিকায়ও বিষয়টি এসেছে। হত্যাকাণ্ডের পর ইন্টারনেটে ইসরায়েলে বসে আইএসের বরাত দিয়ে বিবৃতি দেওয়া, আর দিল্লিতে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করা-এই ষড়যন্ত্র একজন সচেতন নাগরিক সহজেই বুঝতে পারবেন।

জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নূরুজ্জামান, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুস সালাম প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে জেলা পুলিশ লাইনসে নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেন আইজিপি। পরে তিনি জেলা পুলিশ বিভাগের সদস্যদের বিশেষ কল্যাণ সভায় যোগ দেন।