‘ইলেকট্রনিক পাসপোর্টেরও ব্যবস্থা আমরা করব’
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাসপোর্ট হচ্ছে নাগরিক অধিকার। মেশিন রিডেবল পাসপোর্ট করা হচ্ছে। অনলাইন আছে। তাই হয়রানি অনেক কমে যাবে। সরকার যে জনগণের সেবক এই চিন্তা থেকেই দেশ এগিয়ে যাচ্ছে।
আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছি আমরা। আমরা একটি দেশ পেয়েছি। নিজের পাসপোর্ট দিয়ে বিদেশে যেতে পারছি।রবিবার দুপুর পৌণে ১২টার দিকে আগারগাঁওয়ের আঞ্চিলক পাসেপার্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সারা বাংলাদেশে ডিজিটাল ব্যবস্থা করে দিয়েছি। ইলেকট্রনিক পাসপোর্ট আমরা দেব। এই পরিকল্পনা গ্রহণ করেছি।তিনি বলেন, কোনো খুঁত থাকলে তোলপার হয়ে যায়। ভালো কাজের কথা ভালো করে বলা হয় না।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রায় ৯০ লাখ লোক বিদেশে কাজ করছে। তাদের সমস্যা আমরা দেখবো। আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো। আমরা চেষ্টা করলে অসাধ্য সাধন করতে পারবো। পাথাপিছু আয় বৃদ্ধি করেছি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সমৃদ্ধশালী দেশ। এই দেশটি আমাদের। তাই যারযার কর্তব্য পালন করবেন।