• শনিবার , ২৩ নভেম্বর ২০২৪

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদি আরবের


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ৪ জানুয়ারী ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

nimor-www.jatirkhantha.com.bdঅনলাইন ডেস্ক রিপোর্টার: শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে বিরোধের জেরে ইরানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব। ইরানের সকল কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।গত শনিবার শেখ নিমর আল-নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয় সৌদি আরব। এরপরই ইরানে এর বিরুদ্ধে বিক্ষোভসহ বিভিন্ন দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আঞ্চলিক এ দুই দেশের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।

ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ এনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল যুবায়ের বলেছেন, ইরান অস্ত্র বিতরণ করছে এবং এই অঞ্চলে একটি সন্ত্রাসী সেল তৈরি করছে।নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে রোববার ইরানে শিয়া মতাবলম্বীরা তেহরানে সৌদি আরবের দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, মুসলিম বিশ্বের শক্তিশালী দুই দেশ শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরবের মধ্যে উদ্বেগ বাড়তে থাকায় দেশ দুটিকে শান্ত হবার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।