ইরানের পাহাড়ে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
ডেস্ক রিপোর্টার : ইরানে পর্বতময় এলাকায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, ওই বিমানটিতে প্রায় ৬০ জন আরোহী ছিলেন। তবে কর্তৃপক্ষ এখনও হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি।এদিকে প্রায় এক সপ্তাহ আগে ৭১জন আরোহী নিয়ে একটি রুশ বিমান ওড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।
এদিকে খারাপ আবহাওয়ার কারণে জরুরি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছতে পারছে না।মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরোস পর্বতে বিধ্বস্ত হয়। বিমানটি তেহরান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল।দেশটির জরুরি সেবার একজন মুখপাত্র বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সব জরুরি বাহিনীকে সজাগ রাখা হয়েছে। ওই বিমানে ৫০ থেকে ৬০ জন আরোহী ছিলেন।