ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে হামলা
অনলাইন ডেস্ক রিপোর্টার: ইরানের পার্লামেন্ট ভবন এবং আয়াতুল্লাহ খোমেনির মাজারের কাছে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে প্রায় একই সময়ে দুই জায়গায় এই হামলার ঘটনা ঘটে।
ইলিয়াস হযরতি নামের একজন এমপি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেছেন, অন্তত তিনজন হামলাকারী পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল, আর বাকি দুজনের হাতে একে ফোর্টিসেভেন অ্যাসল্ট রাইফেল ছিল। এদিকে একই সময়ে রাজধানী থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে আয়াতুল্লাহ খোমেনির সমাধি স্থলে গুলির ঘটনা ঘটেছে। ফার্স নিউজ এজেন্সি বলছে সমাধিস্থলে তিনজন হামলা করে।