• মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪

ইমরান খান চরিত্রহীন নারী নেত্রীর গুরুতর অভিযোগ


প্রকাশিত: ৭:৩৬ পিএম, ২ আগস্ট ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৫ বার

জিও নিউজ অবলম্বনে নীপা খন্দকার :  পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) দলের aysa-www.jatirkhantha.com.bdপ্রধান ইমরান খানের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ তুলে তার দল ছেড়ে গেছেন আয়েশা গুলালাই নামে এক নেত্রী।
তার অভিযোগ, দলের নারী সদস্যদের প্রতি ইমরানের অশোভন আচরণের জন্যই তিনি দল ছাড়ছেন। ইমরানের আচরণ অত্যন্ত আপত্তিজনক বলে জানিয়ে তার দাবি, ২০১৩ সালের অক্টোবর মাস থেকে ক্রমাগত তাকে অশালীন মেসেজ পাঠাতেন ইমরান।

গুলালাই বলেছেন, ‘পিটিআইতে নারীদের জন্য কোনো শ্রদ্ধা নেই এবং কোনো নারী এই দলে থাকতে পারবেন না। চেয়ারম্যান ইমরান খানের কাছে মা ও বোনেরা নিরাপদ নয়।’ইমরানকে চরিত্রহীন বলেও মন্তব্য করেন আয়েশা। যদিও পিটিআইয়ের অন্যান্য সদস্যরা ইমরানের বিরুদ্ধে এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ভোটের টিকিট না-পেয়েই এমন ভিত্তিহীন অভিযোগ করছেন ওই নারী।