• শনিবার , ২৮ ডিসেম্বর ২০২৪

ইফা ডিজি নিয়ে রহস্যজনক উত্তেজনা?


প্রকাশিত: ৫:২৬ পিএম, ১৯ জুন ১৯ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

আগারগাঁও প্রতিনিধি : ইফা (ইসলামিক ফাউন্ডেশন) ডিজি নিয়ে রহস্যজনক উত্তেজনা সৃষ্ঠি করে কেউ ফায়দা লুটতে চাচ্ছেন? যার প্রেক্ষাপটে চলছে রহস্যজনক কর্মবিরতি! সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ইফা ডিজি হঠাওয়ের পক্ষে! কিন্তু কেন তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল পদত্যাগ না করা পর্যন্ত ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, এক দফা এক দাবি-‘শামীম আফজাল এক্ষুণি ইফা ছাড়বি’। আজ বুধবার, দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের নিচে প্রতিষ্ঠানের কয়েক’শ কর্মকর্তা-কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করছেন।

এ সময় তারা জানান, বর্তমান ডিজির অধীনে তারা কাজ করবেন না। গতকাল মঙ্গলবার থেকেই তারা কর্মবিরতি কর্মসূচী শুরু করেন। ইসলামিক ফাউন্ডেশন-ইফা মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল গতকাল মঙ্গলবার ফ্যাক্সে তাঁর কার্যালয়ে চিঠি পাঠান। সেখানে তিনি বলেন, ‘শারীরিক অসুস্থতার কারণে ১৮ থেকে ২০শে জুন তিন দিন কর্মস্থলে উপস্থিত থাকবেন না।’কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি এবং ডিজির অনুপস্থিতি সব মিলিয়ে ইফার প্রধান কার্যালয়ে অচল অবস্থা বিরাজ করছে।

এর আগে, গতকাল ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম আফজাল সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল গোপনে নিয়ে যাচ্ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘গত শনিবারত সাপ্তাহিক ছুটির দিনে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম আফজাল তার অফিসে এসে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করার কথা জানিয়েছিলেন।

এর পরদিন তিনি ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ৫০টি ফাইল লুকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময়, ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা তা আটকে দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সচিবকে জানানো হয়। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কঠোরভাবে জানিয়ে দেয়া হয় কোনোভাবেই যেন তিনি (সামীম আফজাল) ফাইল সরাতে না পারেন।‘ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের পদত্যাগ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।‘ তিনি আরও বলেন, ‘রবিবারের মধ্যে সামীম আফজালের পদত্যাগ করার কথা থাকলেও তিনি এখনো পদত্যাগ পত্র জমা দেননি।’