ইনক্রেডিবল ইন্ডিয়া অমিতাভ বচ্চন-পানামা খালে আটকেছে?
বিশেষ প্রতিবেদক : পানামা পেপার্সে নাম আসায় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রচারাভিযান ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি ‘থমকে গেছে’। চলতি মাসের মধ্যে এ নিয়ে চুক্তি হবে বলে জানা গেলেও বিষয়টি তেমন এগোচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি লিখেছে, অমিতাভের বিষয়টি নতুন করে ভেবে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে- ইনক্রেডিবল ইন্ডিয়ায় অমিতাভ বচ্চনের আসা পানামা খালে আটকেছে? ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া এই ইংরেজি দৈনিক লিখেছে, আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। তবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, এক করস্বর্গে নিবন্ধিত দুটি শিপিং ফার্মের সঙ্গে বচ্চনের কথিত যোগাযোগের খবরে তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগে ইনক্রেডিবল ইন্ডিয়ার প্রচারদূত ছিলেন বলিউড তারকা আমির খান। ভারতে ক্রমবর্ধমান ‘অসহিঞ্চুতা’ নিয়ে মন্তব্যের কারণে তাকে সরিয়ে সেই দায়িত্বে অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার নাম প্রস্তাব করা হয়। কিন্তু তাদের সঙ্গে চুক্তি করে আনুষ্ঠানিক ঘোষণার আগেই পানামার ল ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক মক্কেলের এক কোটির বেশি নথি ফাঁস হয়ে যায়, যাতে বিশ্বের বহু প্রভাবশালী ও নামীদামী ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে আসে।
মোস্যাক ফনসেকার মক্কেলদের মধ্যে যে পাঁচ শতাধিক ভারতীয়র নাম গণমাধ্যমে এসেছে তার মধ্যে অমিতাভ বচ্চন ও তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের নামও রয়েছে। ৭৪ বছর বয়সী ‘বিগ বি’ অবশ্য দাবি করেছেন, কোনো কর কখনো তিনি ফাঁকি দেননি। পানামা পেপার্সের খবরে তার নামের ‘অপব্যবহার’ করা হয়েছে।