ইতালির নাগরিক হত্যার রেশ না কাটতেই এবার রংপুরে জাপানের নাগরিককে গুলি করে হত্যা
স্টাফ রিপোর্টার.রংপুর: রংপুরে জাপানের এক নাগরিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওসি কনিও (৬৫) রংপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থাতে (এনিজও) কাজ করতেন। রাজধানীর গুলশানে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যার এক সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটলো।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে রংপুর সদরের আলুটারী এলাকায় রিকশায় যাওয়ার পথে দুই থেকে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কনিওকে গুলি করে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন জাতিরকন্ঠকে জানান, ওই ব্যক্তির বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। কোতায়োলী থানার ওসি আবুদল কাদের জিলানী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।