• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

ইজ্জ্বতপুর দিবানিশি রিসোর্টে সুন্দরী নারী নিয়ে ফূর্তিবাজী-১২জন পাকরাও


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৯ মে ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৫২১ বার

মোস্তফা কামাল প্রধান .গাজীপুর থেকে  :   গাজীপুরের  ইজ্জ্বতপুর দিবানিশি রিসোর্টে সুন্দরী নারী sex bijnes-www.jatirkhantha.com.bdনিয়ে ফূর্তিবাজীকালে ১২জন পাকরাও হয়েছে র‌্যাব এর হাতে। সূত্র মতে এখানে দীর্ঘদিন ধরে নারী নিয়ে অবৈধ বানিজ্যে চলছিল। ঢাকা থেকে সুন্দরী নারীদের ভাড়া করে নিয়ে এখানে নারী ব্যবসা করত এই রিসোর্টের মালিক।এর আগেও এই রিসোর্টে অভিযান হলে বহু সংথ্যক নারী-পুরুষ ধরা পড়ে।কিন্তু তারপরও বন্ধ হয়নি এখানকার নারী ব্যবসা।
111
মমতাজেও একই ব্যবসা চলছে

দিবানিশি রিসোর্টের পাশে মমতাজেও একই ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে।প্রশাসনে মোটা অংকের টাকা দিয়ে সব ম্যানেজ করে এর মালিক।
333
সরেজমিনে জানা গেছে, গাজীপুরে একটি রিসোর্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জনকে সাজা ও জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।শনিবার রাতে ওই কটেজে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে এ সাজা দেয়া হয়।

জরিমানা ও সাজাপ্রাপ্তরা হলেন- কাপাসিয়ার চৌওড়াপাড়া এলাকার তমিজউদ্দিনের ছেলে নাজমুল হক সুমন(৩২), একই এলাকার ফজর আলীর ছেলে নূরুল ইসলাম(৪৫), আবুল হোসেনের ছেলে সাখাওয়াৎ হোসেন(৩০), শ্রীপুরের ভাংনাহাটির বিল্লাল হোসেনের ছেলে মাহবুব(২৪)।
222
এছাড়া একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাসেল (২০), শ্রীপুরের লোহাগাছিয়া এলাকার জুবায়ের হোসেন (২৩), কুলসুম(২০), শিউলী(২১), নিপা(২১), কাজল (২২), নদী(২২) ও সীমা(২৩)।

র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেহেনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা শারমিন, র‌্যাব-১ এর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম ও এএসপি মো. মুহিত কবীর সেরনিবায়াত এর নেতৃত্বে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ইজ্জ্বতপুর দিবানিশি রির্সোট সেন্টারে অভিযান পরিচালনা করেন।

এ সময় ওই রিসোর্টে অসমাজিক কার্যকলাপে জড়িত ৬ জন পুরুষ এবং ৬ জন নারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাম‍াজিকদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।