• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

ইউসিসি ইউনিএইড আইকন-প্লাস ওমেকা প্যারাগন কোচিংয়ের লাইসেন্স বাতিল


প্রকাশিত: ৭:৩৫ পিএম, ২৬ ডিসেম্বর ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৮৩ বার

choching-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার : ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করেছে।যেসব কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে এগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার ও প্যারাগন কোচিং সেন্টার।

সবকটি কোচিং সেন্টারই রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত।অবৈধভাবে পোস্টার লাগানোর বিষয়ে এই কোচিং সেন্টারগুলোকে এর আগে সতর্ক করা হয়েছিল।এ ছাড়া বিভিন্ন সময়ে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন কোচিং সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এরপরও সংশোধন না হওয়ায় এসব কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়।